শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিখোঁজ বিমানের সন্ধানে পুরস্কার ঘোষণা

Malaysian Airlines And Views Of Kuala Lumpur Airport As Search Continues Almost One Week Into Disappearance Of Flight 370মালয়েশিয়ান বিমান বোয়িং এমএই ৩৭০ গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। বিমানে ২৩৯জন যাত্রী ছিল।

বিশ্বের শক্তিশালী দেশেগুলোর সন্ধানকারী দলও আজ পর্যন্ত সফল হতে পারেননি। এমতাবস্থায় নিখোঁজ বিমানের যাত্রীদের পবিবার গুরুত্বপূর্ণ সংকেত সনাক্ত ও বিমানসংক্রান্ত তথ্য দেয়ার জন্য পাঁচ মিলিয়ন বা প্রায় ৪০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। নিখোঁজ হওয়ার তিন মাস পর বিমানের যাত্রীদের আত্মীয়দের মনে হয়েছে, বোয়িং ৭৭৭-২০০ এর অন্তর্ধান সম্পর্কে সত্য গোপন করা হচ্ছে। তারা মনে করছেন, এই পুরস্কার ঘোষণা করার পর এয়ারওয়েজ বা বিশ্বের সামরিক কেউ তথ্য দিতে এগিয়ে আসতে পারেন। ‘পুরস্কার এমএইচ ৩৭০’ নিখোঁজ বিমানের সন্ধানদাতার এগিয়ে আসতে সাহায্য করবে বলে তারা মনে করেন। এই তহবিল ওয়েবসাইট Goindigo’ মাধ্যমে সংগ্রহ করা হবে। এই পুরস্কার ঘোষণা বিমানটির নিখোঁজ হওয়ার কারণ জানতে সাহায্য করবে।

 

Spread the love