বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজের সন্তান যদি মাদকাসক্ত হয়ে পড়ে এর চেয়ে বেদনাদায়ক অন্য কিছুই হতে পারে না-হুইপ ইকবালুর রহিম

Iqbal Vaiদিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, মাদক আমাদের সন্তানদের প্রতিটি সময়, প্রতিটি ক্ষন, প্রতিটি মুহুর্ত হাতছানি দিয়ে ডাকছে। নিজেদের সন্তান যদি মাদকের হিংস্র ছবলে মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে এর চেয়ে কষ্টের ও বেদনাদায়ক অন্য কিছুই হতে পারে না। কারণ যে পরিবারে মাদকাসক্ত সন্তান রয়েছে সে পরিবারেই অনুভব করে এটি কত কষ্টের ও বেদনাদায়ক। তাই আমাদের সন্তানদের প্রতি অভিভাবকদের স্কুল জীবন থেকেই সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে তারা লেখাপড়ার পাশপাশী কোথায় যাচ্ছে কি করছে, কার সাথে মিশছে। তাই স্কুল জীবন থেকেই সন্তানদের প্রতি অভিভাবকদের যত্নবান হতে হবে। মাদকমুক্ত রাখতে সন্তানদের খেলার মাঠ মুখী করতে হবে। ইকবালুর রহিম আরোও বলেন, খেলাধুলা  মানুষের জীবনকে আলোকিত করে। জীবনকে সমৃদ্ধ করতে লেখাপড়ার পাশাপাশী খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন, সমাজ, দেশ এবং পৃথিবীকে আলোকিত করতে খেলাধুলার ভূমিকা সার্চ লাইটের মতো। তিনি সকলের প্রতি লেখাপড়ার পাশাপাশী খেলাধুলার মাধ্যমে জীবনকে প্রতিষ্ঠিত করার আহবান জানান।

গতকাল দিনাজপুর বড় ময়দানে রোলার স্কেটিং গ্রাউন্ড প্রাঙ্গণে দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের প্রশিক্ষনার্থী খেলোয়াড়দের প্রশিক্ষনের জন্য খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ লুৎফুল কবির বকুল, দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী বাবু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ফিরোজ, প্রশিক্ষক মোঃ নুরুল ইসলাম নুরু প্রমুখ।  অনুষ্ঠান পরিচালনা করেন মাহমুদুন নবী পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম আরোও বলেন, সমাজ বিনির্মানে দেশের প্রতিটি নাগরিকেরই দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই সমাজের বিত্তশালী সহ  প্রতিটি মানুষ যদি যার যতটুকু সামর্থ রয়েছে আমরা যদি সেটুকু দিয়েই খেলাধুলার পাশপাশী সমাজের কল্যানে এগিয়ে আসি তাহলে দেশ সত্যিকার অর্থে উপকৃত হবে।

Spread the love