শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজ গ্রামে ম্যান্ডেলার শেষকৃত্য আজ

ডেস্ক নিউজ : দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অভিসংবাদিত নেতা দেশটির সাবেক প্রেসিডেন্ট রোলিহোলিহোলা নেলসন ম্যান্ডেলার লাশ তাঁর নিজ গ্রাম কুনুতে নিয়ে যাওয়া হয়েছে। এই গ্রামেই জীবনের শেষদিনগুলো কাটাতে চেয়েছিলেন তিনি। কিন্তু পারেননি।1387092567mandela

শনিবার এই গ্রামেই ফিরে এসেছেন তিনি। তবে জীবিত নয় মৃত। এই গ্রামেই চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে। রোববার অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য।

এ যেন স্মৃতির সরণি বেয়ে হেঁটে চলা। ফিরে আসা নিজের গ্রামে। ফিরে এলেন। তবে অন্যভাবে। বায়ুসেনার বিমান নিয়ে এল তার কফিনবন্দি দেহ। শনিবার সকালে দক্ষিণ আফ্রিকার কুনু গ্রামে পৌঁছল নেলন ম্যান্ডেলার দেহ। রোববার এখানেই হবে শেষকৃত্য। উপস্থিত থাকবেন মাদিবার পরিবারের সদস্যরা। থাকবেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সদস্যরা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য। পুরোটাই হবে জোসা উপজাতির রীতিনীতি মেনে। ফিরলেন মাদিবা। ফিরলেন কফিনবন্দি হয়ে।

তবু, কোথায় যেন গ্রামের সেই ছেলেটিকে ফিরে পেল কুনু। তাই শোককে কোথায় যেন ছাপিয়ে গেল ফিরে পাওয়ার আকুলতা। রোববার কি এভাবেই শেষবেলায় মাদিবাকে বিদায় জানাবে কুনু? অপেক্ষায় গোটা দুনিয়া। সূত্র: জিনিউজ

Spread the love