বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিভে গেল একটি প্রদিপ

দরিদ্র গ্রামের দরিদ্র পরিবারের সন্তান ডাঃ জয়দেব কুমার দাস। বাবা দিলীপ কুমার দাস একজন ভ্যান চালক। মা মিনা রানী দাস একজন গৃহীনি। সেই পরিবারের মেধাবী সন্তান জয়দেব কুমার। জয়দেবের স্বপ্ন ছিল বিসিএস পরীক্ষা দিয়ে সরকারী চাকিরীতে যোগদান করা। ছোট দুই ভাইকে মানুষ করা আর পরিবারের দারিদ্রতা ঘোচানো। এ কারনেই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ থেকে পাশ করে ঢাকায় এসে ছিল বিসিএস কোচিং করতে। সম্প্রতি উঠে ছিল খিলক্ষেত নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ীর অষ্টম তলার একটি কক্ষে। বন্ধুসহ থাকতো ওখানে। শনিবার দিবাগত রাতে ওই বাসার কক্ষের দরজা ভেঙ্গে জয়দেবের লাশ উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ। পুলিশের ধারনা প্রেম ঘটিত কারনে আত্মহত্যা করেছে জয়দেব। দুইটি মোবাইল ফোনসহ তার লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। জয়দেবের বাড়ী চন্ডিপুর ইউনিয়নের দক্ষিন শালন্দার কুমারপাড়া গ্রামে। জয়দেবের ছোট ভাই গোপাল দাস বলেন, সোমবার শেষবারের মতো কথা হয়েছে তার। এর পর ভাইয়ের ফোনে রিং হলেও রিসিভ হয়নি। গ্রামে দূর্গা পূজা না হওয়া সে বাড়ীতে আসেনি। সে জানায় তার ভাই আত্মহত্যা করতে পারেন না। জয়দেবের মা মিনা রানী বলেন, তার ছেলে এসএসসিও এইচ এসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয়ে ডাক্তারী পড়তে চান্স পায়। ছেলেকে পড়াবেন এমন কোন সামর্থ ছিল না। তিনি নিজে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার মহদয়ের কাছে সহযোগিতা চান। এমপি মহোদয় আজ পর্যন্ত ছেলের লেখা পড়ার খরচ চালিয়ে আসছিলেন। এমনকি এমপি সাহেবের মেয়ে ছেলের ল্যাবটপ কেনাসহ আমার মেয়ের বিয়েতে সহযোগিতা করে আসছেন। তিনি বলেন কি কারনে এমন ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। এলাকার লিটন চন্দ্র বলেন, তাদের গ্রামের একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে জ্বলে উঠে ছিল জয়দেব। নিভে গেল একটি প্রদীপ। খিলক্ষত থানার এসআই রাসেল পারভেজ সমকালকে জানান, খাটের উপর জয়দেবের অর্ধ গলিত লাশ পড়ে ছিল। দরজা ভিতর থেকে আটকানো ছিল। বাম হাতে ক্যানোলা ও ডান হাতে সিরিঞ্জ ছিল। ঘর থেকে দূর্গন্ধ বের হলে প্রতিবেশিরা থানায় খবর দেয়। একটা চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে প্রেম ঘটিত কিছু কথা লিখা আছে। তার বন্ধু পুজায় বাড়ী গেলেও জয়দেব থেকে যায় বাসায়। তিনি বলেন মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে তদন্ত চলছে। স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ মোস্তাফিজুর রহমান বলেন, ছেলেটিকে ডাক্তার বানাতে সব ধরনের সহযোগিতা করেছে তার পরিবার। এভাবে সম্ভাবনাময় একজন ডাক্তার চলে যাওয়ায় মর্মাহত তিনি। বিকেলে এমপি মহোদয় প্রতিবেদকের ফোনে জয়দেবের বাবার সাথে কথা বলে পরিবারের সবার প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ফেইস বুক হতে সংগৃহিত।

Spread the love