মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান সিইসির

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, নির্বাচনে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। কেউ যেন বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। বুধবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের মাধ্যমে নতুন একটি ইতিহাস তৈরি হবে বাংলাদেশে। আপনাদের মাধ্যমে দেশে স্থিতিশীল অবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এ নির্বাচন যদি সফল হয়, তা হলে এর পর থেকে হয়তো সরকার ও সংসদ থেকেই নির্বাচন পরিচালিত হবে। এদেশে কখনও রাষ্ট্রপতি শাসিত, কখনও সেনাবাহিনীর অধীনে আবার কখনও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু এবারই প্রথম সরকারের অধীনে নির্বাচন।

Spread the love