শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

KhanShamaকাশী কুমার দাশ,ষ্টাফ রিপোর্টার : ‘‘আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার খানাসাম উপজেলায় সরকারি স্বাস্থ্য বিভাগ, বে-সরকারি সংস্থা ল্যাম্ব-প্ল্যান পার্টনারশীপ ডবি­উএইচসিএম প্রোগ্রামের সাথে  যৌথভাবে র‌্যালী, আলোচনাসভা, গর্ভবতী মায়েদের বিশেষ সেবা, আদর্শ মায়েদের পুরস্কার প্রদান, মা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালী উপজেলা স্বাস্থ্য কম্পেক্স থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কমপে­ক্সের হলরুমে  আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মেতাস্সিম বিল­াহ আজদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডবি­উএইচসিএম প্রজেক্ট ম্যানেজার ডাঃ অসিত কুমার দাস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রোগ্রাম  ইউনিট, স্বাস্থ্য পরিদর্শন মোঃ আব্দুস সামাদ, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ আবু তালেব, ল্যাম্ব উপজেলা ম্যানেজার মোঃ মিজানুর রহমান, ল্যাম্ব ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ গোলাম মোস্তফা। বক্তারা বলেন বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বা্স্থ্য সেবা জরিপ ২০১০ এর তথ্য অনুযায়ী দেশে এখনো শতকরা ৭১ ভাগ প্রসব বাড়িতে হয় এবং মাত্র ৩২ ভাগ প্রসব প্রশিক্ষনপ্রাপ্ত সেবা প্রদানকারীর মাধ্যমে হয়। শতকরা ৬৮ ভাগ গর্ববতী নারী একটি প্রবসপূর্ব সেবা এবং ২৬ ভাগ নারী ৪টি প্রসব পূর্ব সেবা গ্রহণ করে থাকে। উক্ত নিরাপত মাতৃত্ব দিবস উপলক্ষ্যে ল্যাম্ব-প্ল্যান পার্টনারশীপ ডবি­উএইচসিএম প্রজেক্ট এর আওতায় খানসাম উপজেলার গোয়াল ডিহী, ভাবকী, খামারপাড়া, ভেড়ভেড়ী ও আলোকঝাড়ী ইউনিয়নে পালিত হয়।

 

Spread the love