শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচনী সংঘর্ষে দুই শিবির কর্মী নিহত হওয়ার বীরগঞ্জে শান্তিপূর্ণ হরতাল পালন

Sibir Birganjবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দশম জাতীয় সংসদ নির্বাচনে বীরগঞ্জের ব্যাপক সংঘর্ষ ভাংচুর, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এসব ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছে দুই শিবির কর্মী এবং আহত প্রায় অর্ধ শতাধিক।

ইসলামী ছাত্র শিবির তাদের দুই কর্মীকে হত্যার অভিযোগ এনে গত বুধবার দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে। হরতালের সমর্থনে এবং দুই কর্মীকে হত্যার প্রতিবাদের বীরগঞ্জ পৌর শহরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সকালে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর উত্তর শাখার উদ্যোগে একটি বিশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ রাকিব হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম জাকির সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম, বীরগঞ্জ পৌর শিবির সভাপতি মোঃ শাহিন প্রমুখ।

এ দিকে উপজেলাসহ নিহত দুই শিবির কর্মী মোঃ সালাউদ্দিনের গ্রামের বাড়ী মোহনপুর ইউনিয়ন ও মোঃ আসাদুজ্জামান (১৮) গ্রামের বাড়ী শিবরামপুর ইউনিয়নে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল পালিত হয়।

Spread the love