শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে আগাম পারিজা ধানের কাটাই মাড়াই শুরু

মো. জাকির হোসেন, সৈয়দপুর প্রতিনিধি : পারিজা ধানের কাটাই মাড়াই শুরু হয়েছে নীলফামারী সহ উত্তরাঞ্চলে৷ স্বল্প মেয়াদী এই আগাম ধানটি বোরো আবাদের পর কৃষকরা আবাদ করেছিল৷ এখন পাকিজা ধানটি জমি থেকে কর্তনের পর সেই জমিতে কৃষকরা চলতি আমন ধানের চাষ করবে৷ সংশি­ষ্ট সুত্র মতে চলতি বছর নীলফামারী জেলায় স্বল্পমেয়াদি আমন-সরিষা/আলু-মুগডাল-আউশ শস্যবিন্যাসের আওতায় মোট ৩০০ জন কৃষকের মাধ্যমে ৩০০ বিঘা জমিতে পারিজা ধান আবাদ করা হয়েছে৷ পারিজা ধান একটি স্বল্পমেয়াদি জাতের ধান যা মাত্র ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে কর্তন করা যায় এবং গড় ফলন প্রতি হেক্টরে ৩.৫ টন (বিঘা প্রতি গড়ে ১২ মণ) হয়ে থাকে৷

চলতি বছর রংপুর বিভাগের আট জেলায় মোট দেড় শতাধিক কৃষকের মাধ্যমে দেড়শত বিঘা জমিতে এই ধান আবাদ করা হয়৷ এর মধ্যে নীলফামারীতে তিনশত বিঘা, গাইবান্ধায় তিনশত বিঘা, দিনাজপুরে চারশত বিঘা, রংপুরে একশত বিঘা, লালমনিরহাটে একশত বিঘা, ঠাকুরগাঁয়ে দেড়শত বিঘা এবং পঞ্চগড়ে দেড়শত বিঘা৷

রবিবার সকালে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও আরডিআরএস বাংলাদেশের যৌথ আয়োজনে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর সহযোগিতায় পারিজা ধান প্রদর্শণীর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়৷ বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ ফজলার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মো: ইদ্রিস৷ এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: মইনুল হক; আন্তর্জাতিক ধান গবেষনা ইনিষ্টিটিউট (ইরি)  কনসালটেন্ট ড. এমজি নিয়োগী, কেজিএফ এর সিনিয়র মনিটরিং অফিসার মো: আব্দুল বাতেন আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিটের কর্মসূচি সমন্বয়কারী জনাব খ.ম. রাশেদুল আরেফীন ও আরডিআরএস বাংলাদেশের কৃষি ও পরিবেশ সমন্বয়কারী মোঃ মামুনুর রশিদ৷

মেলাবর বাবুপাড়া গ্রামের চাষী ধীরেন চন্দ্র জানান, তিনি তিনি বোরো ধান কাটাই মাড়াইয়ের পর গত ২৫ মে ৩০ শতক জমিতে পারিজা ধান রোপন করেন৷ যা তিনি ৮৭ দিনের মাথায় পারিজা ধান কর্তন করলেন৷ এখন এই জমিতে তিনি আমন রোপন করবেন৷ চলতি বছর বড়ভিটা ইউনিয়নে ১৬৯ জন চাষী পারিজা ধান চাষ করেছে৷ পারিজা ধানের সুফলের ফলে এই এলাকার কৃষির একটি নতুন অধ্যায়ের শুরু হয়েছে৷

Spread the love