শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারী উত্তরা ইপিজেড’র ম্যানুফেকচারিং ভ্যানচুড়া কারখানায় আগুন

মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা ॥ নীলফামারীর উত্তরা ইপিজেড’র লেদার ম্যানুফেকচারিং কারখানার (ভ্যানচুড়া) ঝুট মালামালের গুদামে অগ্রিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনের ভয়াবহতা প্রচন্ড ছিল বলে জানা যায়।

নীলফামারী ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে, ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানার ঝুট মালামালের গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রনে নীলফামারী, উত্তরা ইপিজেড আর সৈয়দপুর ফায়ারের ৩টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট কাজ করেছে। রাত আনুমানিক ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে উপ-পরিচালক এনামুল হক বলেন, এখন পর্যন্ত অগ্রিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

অগ্নিকান্ডের কারণ ও ক্ষতির পরিমান সম্পর্কে উত্তরা ইপিজেড ও ভ্যানচুরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

Spread the love