শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নীলসাগর গ্রুপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, খেলাধুলার মাধ্যমে আমরা মাদককে নির্মুল করতে চাই। এতেও যদি না হয় তাদেরকে আইনের আওতায় এনে প্রতিহত করতে হবে। তাই আমাদের সন্তানদের খেলাধুলার মাধ্যমে মাঠমুখী করতে ক্রীড়া সংগঠক ও খেলোয়ড়দের এগিয়ে আসতে হবে। নীলসাগর গ্রুপ এর আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে নীলসাগর গ্রুপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২০ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাপসাতালের প্রাক্তন পরিচালক ডাঃ মোঃ আমির আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউট এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর স্টেশন ক্লাব এর সাধারন সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, কাহারোল উপজেলা পরষিদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। ব্যাডমিন্ট প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় প্রশাসন উন্মুক দ্বৈত, স্কুল পর্যায়ে বালক। খেলা পরিচালনা করেন বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় মোঃ আয়াজ। সহযোগিতায় রয়েছেন জাহিদুর রহমান জাহিদ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম ও বিশেষ অতিথিদ্বয় বেলুন ও ফেস্টুন উড়িয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২০ এর উদ্বোধন করেন।

Spread the love