শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নুতন প্রধানমন্ত্রী হিসেবে ২৬ মে মোদির শপথ

Modiভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি

আগামী  ২৬ মে সোমবার সন্ধ্যা ৬ টায়

শপথ নেবেন।  । আজ মঙ্গলবার সংসদের সেন্ট্রাল

হলে বিজেপির সংসদীয় দলের বৈঠকের পর নরেন্দ্র

মোদিসহ এনডিএ জোটের ১৫ সদস্যের একটি দল

রাইসিনা হিলে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে

দেখা করতে যান। দেশের ভাবী প্রধানমন্ত্রীকে

স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলেন রাষ্ট্রপতি।

উভয়ের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। লোকসভা

নির্বাচনে চূড়ান্ত সাফল্যের জন্য মোদিকে

অভিনন্দন জানান প্রণববাবু। রাষ্ট্রপতির সঙ্গে

সাক্ষাৎ শেষে নরেন্দ্র মোদি বলেন, আগামী সোম

বার ২৬ মে সন্ধ্যা ৬ টায় শপথগ্রহণ অনুষ্ঠান।

এর আগে আজ দুপুর ১২টায় দলের নব নির্বাচিত

সাংসদ, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী

এবং শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সংসদের সেন্ট্রাল

হলে বিজেপি-র সংসদীয় দলের নেতা নির্বাচিত

হলেন নরেন্দ্র মোদি। শুরুতেই নিজেকে নির্বাচন

আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে দলের

সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহবলেন, এ

নির্বাচন ভয়মুক্ত এবং স্বচ্ছ হওয়া উচিত।

এর পর তিনি বিজেপির সংসদীয় দলের নেতার

নাম প্রস্তাবের জন্য লালকৃষ্ণ আদভাণীকে অনুরোধ

করেন। সেন্ট্রাল হলের ইতিহাস সম্পর্কে দু-এক কথা

বলার পর মোদির নাম প্রস্তাব করেন তিনি। তিনি

বলেন, দলের সংসদীয় নেতা হিসেবে আমি

গুজরাটের জনপ্রিয় এবং যশস্বীমুখ্যমন্ত্রী নরেন্দ্র

ভাই মোদির নাম প্রস্তাব করছি। তার প্রস্তাব একে

একে সমর্থন করেন মুরলীমনোহর য়োশী বেঙ্কাইয়া

নাইডু, নিতিন গডকড়ী, সুষমা স্বরাজ, অরুণ

জেটলির মতো নেতানেত্রীরা। এর পর গোটা সেন্ট্রা

ল হল উঠে দাঁড়িয়ে মোদিকে নেতা হিসেবে বরণ

করে নেয়।

সংদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর মোদি

উপস্থিত সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে

বলেন, আজকের এ সভায় যদি অটলবিহারী

বাজপেয়ী থাকতেন তবে সোনায় সোহাগা হত।

বাজপেয়ীর আশীর্বাদ সদা সর্বদা সঙ্গে রয়েছে

জানিয়ে তিনি বলেন, সংসদগণতন্ত্রের মন্দির। সে

মন্দিরে আমরা সম্পূর্ণ পবিত্রতার সঙ্গে পদের জন্য

নয়, সওয়া শো কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা

নিয়ে বসে আছি। পদভার নয়,তার কাছে

কার্যভার এবং দায়িত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার

কথায়, সে কার্যভারই আমাদের পরিপূর্ণ করতে

হবে।সভার প্রথমেই রাজনাথ সিং জানিয়ে

দিয়েছিলেন, সংসদের সেন্ট্রাল হলে মোদি এ

প্রথমবার এলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও

তিনি কখনও আগে এ হলে আসেননি। মোদি নেতা

নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, নির্বাচনের

আগে নরেন্দ্র ভাই বলতেন, উই ক্যান। বিজেপির

সর্বভারতীয় সভাপতি হিসেবে এখন আমি বলছি,

ইয়েস, হি উইল। নেতা নির্বাচিত হয়ে মোদি এ দি

ন সেন্ট্রাল হলে দীর্ঘ ভাষণ দেন। পুরনো স্মৃতি যতই

খারাপ হোক, নিরাশ মন নিয়ে এগিয়ে চলার

কোনও প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, আমি

আশাবাদী। আশাবাদী ব্যক্তিই দেশে আশার সঞ্চার

করতে পারেন বলেও মন্তব্য করেন মোদি।

 

 

 

Spread the love