মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপাল ম্যাচের আগেই সেমিতে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলের বিশাল জয়ের পরই সেমিতে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশি কিশোরা। সেই পাকিস্তানি মেয়েদের নেপালের কাছে হার এক ম্যাচ হাতে রেখেইগোলাম রব্বানী ছোটনের শিষ্যদের তুলে দিয়েছে সাউথ এশিয়া শেষ চারের লড়াইয়ে।

শনিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে নেপালের কাছে ৪-০ গোলে হেরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তাদের বিদায়ে বাংলাদেশকে সঙ্গে করে সেমির টিকিট কাটা হয়ে গেছে নেপালি কিশোরীদেরও।

দুই ম্যাচে মোট ১৮ গোল হজম করতে হয়েছে তিন মাস আগে তিন বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা পাকিস্তানি কিশোরীদের।

সেমি নিশ্চিত হয়ে যাওয়ায় আগামী সোমবার গ্রুপ পর্বে বাংলাদেশ ও নেপালের ম্যাচটি হয়ে উঠেছে তাই গ্রুপ সেরা হয়ে শেষ চারে যাওয়ার লড়াই। গত বছর এই নেপালকেই দেশের মাটিতে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের অনূর্ধ্ব-১৫ কিশোরীরা।

Spread the love