বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে ইমাম সাহেবদের এগিয়ে আসতে হবে

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলা পরিষদের (উপ সচিব) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ মাসুদ রানা বলেছেন, নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে ইমাম সাহেবদের এগিয়ে আসতে হবে। ইমাম সাহেবরা প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে শানিত করে জাতিকে সু পথে পরিচালিত করেন। জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইমাম সাহেবদের স্বোচ্চার ভূমিকা পালন করতে হবে। আর্থ-সামাজিক উন্নয়নে প্রশিক্ষন প্রাপ্ত ইমাম সাহেবরা নিজ নিজ এলাকায় গিয়ে প্রচার করবেন।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ইমাম প্রশিক্ষন একাডেমী আয়োজিত নিজস্ব মিলনায়তনে নিয়মিত প্রশিক্ষন কোর্সের ৯২১তম দলের প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের সনদ বিতরনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষন একাডেমীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোঃ আকরাম আলী ও ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক সৈয়দ আবু তাহের। প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মাওঃ মোঃ রফিকুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডাঃ শেখ মোহাম্মদ শহিদ সোহ্রাওয়াদ্দী প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় রংপুর বিভাগের ৮ জেলা ও জয়পুর হাট জেলার ১০১ জন প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসা বাক্স প্রদান করেন।

Spread the love