শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রীড ধান বীজ বিতরণে এমপি আফতাব

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নিলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বোরো হাইব্রীড ধান বীজ বিতরণ করলেন এমপি আফতাব উদ্দিন সরকার। মঙ্গলবার (৮ ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম এর সভাপতিত্বে বোরো হাইব্রীড ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ০১ (ডোমার – ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সর্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদ্বা) মেজবাহুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান। উল্লেখ্য যে, ২০২০ -২১ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৬ শত জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ২ কেজি করে বোরো হাইব্রীড ধানের বীজ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আনিছুজ্জামান।

Spread the love