বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জেলা প্রশাসন ও ভোক্তার অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসন ও ভোক্তার অভিযানে ৮ প্রতিষ্ঠানকে এগার হাজার আটশ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান ও জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় ও পঞ্চগড় জেলা প্রশাসক পঞ্চগড় মহোদয়ের তত্তাবধানে সদর উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে কিনা তা যাচাই করা হয়। মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কিনা সে বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। কোনো অসাধু ব্যবসায়ী পেঁয়াজের মূল্য নিয়ে কারচুপি করছে কিনা ইত্যাদি যাচাই করা হয়।

জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা সহ মোট ৮টি প্রতিষ্ঠানকে মোট ১১,৮০০ (এগার হাজার আটশ) টাকা জরিমানা করা হয়।

Spread the love