শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে আমদানী-রপ্তানী ব্যবসায়ীদের প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে আমদানী-রপ্তানী ব্যবসা পরিচালনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে পঞ্চগড় শিল্প ও বনিক সমিতি ভবনে এই কর্মশালঅ অনুষ্ঠিত হয়। রাজশাহী আঞ্চলিক রপ্তানী উন্নয়ন ব্যুরোর আয়োজনে রপ্তানী উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। রপ্তানী উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহা. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ, পঞ্চগড় শিল্প ও বনিক সমিতির প্রেসিডেন্ট ইকবাল কায়সার মিন্টু বক্তব্য দেন।কর্মশালায় আমদানী-রপ্তানী কারক, সিএন্ডএফ এজেন্ট, ব্যবসায়ী, শিল্প ও বনিক সমিতির সদস্যসহ ৫০ জন অংশ নেয়। রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ পরিচালক মো. জাকির হোসেন কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Spread the love