মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ঈদের শেষ সময়ে বেড়েছে কাপড়ের দাম

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন। এরি মধ্যে এই কয়েকটা দিনকে ঘিরে বৃদ্ধি করা হয়েছে পঞ্চগড়ে ঈদ মার্কেট গুলোই কাপড়ের দাম। তবে রমজানের শেষ দাম ক্রেতাদের নাগালের বাইরে হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে ক্রেতারা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও দাম কমাচ্ছেনা বিক্রেতারা বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে পঞ্চগড় জেলা শহরসহ জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে শেষ সময়ে ক্রেতাদের কাপড় কিনতে বেশি টাকা গুণতে হচ্ছে।পঞ্চগড় সেন্ট্রাল প্লাজায় কাপড় নিতে যাওয়া আয়শা সিদ্দিকা জানান, ঈদ উপলক্ষে নতুন কাপড় নিতে আসা। কিন্তু কাপড় পছন্দ হলেও বিক্রেতারা অনেক বেশি দাম চাচ্ছে। নিশি জাহান নামে আরেকজন জানান, কম দামের কাপড়ের দামও বেশি নিচ্ছে বিক্রেতারা। যে জামার দাম ১৫শ টাকা সে জামা ৩৮শ টাকা চাচ্ছে। রফিকুল ইসলাম নামে আরেকজন জানান, মেয়ের পাশাপাশি ছেলেদের কাপড়েও অনেক বেশি টাকা গুণতে হচ্ছে। যে পেন্টের দাম ৫শ টাকা সে পেন্টে নিচ্ছে হাজার টাকা। তবে বিক্রেতাদের সাথে কথা বল্লে অতিরিক্ত দাম নেওয়ার কথা অস্বীকার করে জানান, ঈদ উপলক্ষে জিনিসপত্রের দাম একটু বেশি হওয়ায় ক্রেতাদের সাধ্যের মধ্যে কাপড়ের দাম নেওয়া হচ্ছে। একই অবস্থা পঞ্চগড় সদর সহ তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলায়। এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম জানান, দাম যেন ক্রেতাদের সার্ধের মধ্যে হয় তাই আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকছি।

Spread the love