শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে এমপিও ভুক্তির দাবিতে শিক্ষক ঐক্যজোটের মানববন্ধন

পঞ্চগড়ে নন এমপিও ভূক্ত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা তাদের এমপিও ভূক্তির দাবীতে মানববন্ধন করেছে।
পঞ্চগড় শেরেবাংলা পার্কে  মঙ্গলবার দুপুরে ননএমপিও  প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা প্রায় ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালন করেন। মানববন্ধনে শিক্ষকরা  জানান, তারা দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক স্কুল, কলেজ কারীগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত প্রায় ৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও বিহীন মানবেতর জীবন যাপন করছে। দীর্ঘ প্রায় ১০/১২ বছর ধরে তারা তাদের মৌালিক দাবি নিয়ে আন্দোলন  করলেও,  সরকার কর্ণপাত করছে না। উপরন্ত বিভিন্ন সময়  তাদের  উপর সরকার পুলিশি নির্য়াতন করে মরিচ পানি ও কাঁদানো গ্যাস ব্যবহার করে আন্দোলনকে নসাৎ করার চেষ্টা করেছে। আন্দোলনকারীরা আরো জানায় তাদের  দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া না হলে, তারা আরো কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবেন। মানববন্ধনে পঞ্চগড় জেলা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের সভাপতি নূরে এলাহী মোঃ হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক আবু বক্কর মোঃ এরশাদুল হকসহ প্রায় শতাধিক শিক্ষক কর্মচারী অংশ নেন। মানবন্ধন শেষে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা  পঞ্চগড় জেলা প্রশাসক বরাবরে  একটি স্মারকলিপি প্রদান করে।

Spread the love