বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে এলজিইডহর ৩৫ লাখ টাকা ব্যায়ে বরকাখনন কাজ শুরু

মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি : তৃনমূল পর্যায়ে মানুষের অর্থনৈতিক উন্নয়নে সরকারের পৃষ্ঠপোষকতা যেমন প্রয়োজন। পাশাপাশি জাতীয় ও অঞ্চল পর্যায়ে এই উন্নয়নে তৃনমল এসব মানুষের সম্পৃকত্ততার বিকল্প নেই। এক্ষেত্রে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে্ । এরই ধারবাহিকতায় এ বছর পঞ্চগড়ের সাতমেরা ইউনিয়নের বিলুপ্ত প্রায় ছো্ট নদী বরকা খননের কাজ শুরু হয়েছে্ । এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. নাজমুল হক প্রধান্ এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদেরচেয়ারম্যান আনোয়ার সাদত সম্রা্ট্ উপজেলা প্রকৌশলী মো. আহমেদ রফিক ও উপ-সহকারী প্রকৌশলী মো. আজিজার রহমান সহ সংশ্লিষ্টরা। জানা যায়, ওই সমিতির আওতায় ৫২২ জন সুবিধাভোগী সদস্যরা দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন। এলজিইডি সূত্র জানায়, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি বরকা খনন প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার জমির উর্বরতা বৃদ্ধি ও কৃষি উৎপাদন এবং মৎস্য চাষে সুফল ঘটবে। এতে বছরে তাদের বড় আয়ের উৎস সৃষ্টি হবে। জানাগেছে, চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ কাজের উদ্বোধন করা হয়। প্রায় সাড়ে ৬ কিঃমিঃ বরকা খাল-খনন করা হবে বলে জানাগেছে। এর বিপরীতে থাকবে স্লুইস গেট । সরকারের সুদূর প্রসারী উন্নয়নের ব্যপ্তি এটি। যা পঞ্চগড়ের অবহেলিত জনপদে একটি দৃষ্টান্ত।

এ জন্য স্থানীয় জন মানুষের প্রত্যেক্ষ-পরোক্ষ সহযোগিতা চান ওই সমবায় সমিতির সকলে।এলজিউডি’র অংশগ্রহন মূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় বরকা খনন সমবায় সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমু্ক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ বলেন, আমরা সবাই মিলে এই কাজশেষ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা চান তিনি।এ সমিতির সাধারন সম্পাদক মো. হাসিনুর রহমান জানান, প্রাচীন এই বরকা নদীটি তারযৌবন হারাতে বসেছিল। বর্তমান প্রেক্ষাপটে চিত্র পাল্টাতে শুরু করেছে।তবে তিনি বলেন, কাজটি খুব অল্প সময়ের মধ্যেশেষ করতে হবে।কারন সামনে বর্ষাকাল । আমরা বর্ষাকে কাজে লাগাতে চাই। এলাকার অনেক সচেতন মানুষ এটিকে একটি গ্রামীন উন্নয়নের সেতুবন্ধন বলে উল্লেখ করেন।

Spread the love