বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার,রাজিউর রহমান রাজু: পঞ্চগড়ে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। এর আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা। আলোচনা সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। মেলার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫১টি স্টল অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার বলেন, “এবার ষষ্ঠবারের মতো আমরা সারাদেশে ডিজিটাল উদ্ভাবনী মেলা করছি। তারই অংশ হিসেবে আজ পঞ্চগড়ে এই মেলার উদ্বোধন করা হলো। এই মেলায় অনলাইনের মাধ্যমে সরকারি-বেসরকারিভাবে সাধারণ মানুষকে হয়রানীমুক্ত যে সেবাগুলো দেওয়া হচ্ছে সেটার প্রদর্শনী হচ্ছে। এখান থেকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সহ সে সকল কাজগুলো করা হচ্ছে সেগুলো প্রদর্শন করাই এই মেলার উদ্দেশ্য। আর একটি উদ্দেশ্য হচ্ছে তরুন প্রজন্মকে উৎসাহীত করে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমে সম্পৃক্ত করা। তিনি বলেন, সব মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এই মেলা একটি সুদুর প্রসারী ভুমিকার রাখেবে।”

Spread the love