শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নতুন করে ৩ বছরের এক শিশুর করোনা শনাক্ত এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১৪ জন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি ॥ পঞ্চগড়ে গেল ২৪ ঘন্টায় ৩২ জনের মধ্যে নতুন করে এক ৩ বছরের শিশু ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে পঞ্চগড় জেলায় মোট করোনা রোগে আক্রাক্তের সংখ্যা দারিয়েছে ১১৪ জনে। এ পর্যন্ত জেলায় ২ জনের মৃত্যু হলেও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন।

মঙ্গলবার (১৬ জুন) রাতে পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এদিকে প্রশাসন ওই শিশুর করোনা শনাক্তের নমুনার রিপোর্ট পাওয়ার পর তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে রেখেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, নতুন আক্রান্ত ওই শিশু ও তার মা নানী বাড়ি নারায়ণগঞ্জ থেকে গত ২ জুন নিজ গ্রামের বাড়িতে ফিরলে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর পর গত ৭ জুন ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে মঙ্গলবার (১৬ জুন) রাতে ওই শিশুর একার করোনা রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে শিশুটি নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছে এবং উপসর্গ না থাকায় সুস্থ্য আছে।

Spread the love