শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নদীর পার ভেঙ্গে পাথর শ্রমিক নিহত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের করতোয়া নদী থেকে পাথর উত্তোলনের সময় নদীর পার ভেঙ্গে পড়ে জহিরুল ইসলাম (৪৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

 

শ্রমিক জহিরুলের বাড়ি ওই ইউনিয়নের কাকপাড়া গ্রামে। ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে তিনি।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জহিরুলসহ ১১ পাথর শ্রমিক কাকপাড়া সীমান্তের করতোয়া নদীতে পাথর সংগ্রহ করতে যায়। পাথর সংগ্রহের সময় নদীর পার ভেঙ্গে জহিরুল মাটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এ সময় একই গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে মো: মানিক ওরফে ছুটকু (৩০) ও মো: রফিকুল ইসলামের ছেলে মো: ফরিদুল ইসলাম ৩৫) আহত হয়।

 

কর্মরত অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে মো : মানিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক প্রধান নদীর পার ভেঙ্গে পাথর শ্রমিক নিহত ও আহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন।

Spread the love