মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবো না আর  এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী  বের করা হয়।  র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সামসুল আজম, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ ও দেশ উন্নয়ন সংস্থার সৌজন্যে ৮০ জন গরীব দুস্থদের মাঝে বন্ধু চুলা বিতরণ করা হয়।

Spread the love