শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মানচিত্র ভাস্কর্যের উদ্বোধন করলেন রেলমন্ত্রী

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ‘বাংলাদেশ আমার ভালোবাসা’ নামে একটি মানচিত্র ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে নির্মিত এই ভাস্কর্যের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা ও দায়রা জজ জালাল উদ্দিন আহাম্মদ, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কানাই লাল কুন্ডু, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা প্রশাসন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের পরিকল্পনায় পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে সম্প্রতি বাংলাদেশের মানচিত্র খচিত ‘বাংলাদেশ আমার ভালোবাসা’ ভাস্কর্যটি নির্মাণ করে গণপূর্ত বিভাগ। ভাস্কর্যের এক পাশে আলাদাভাবে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের লেখা ‘তোমার পতাকাবাহী’ কবিতা ও অপর পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। মানচিত্র ভাস্কর্যের উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল্ ইসলাম সুজন বলেন, এখন নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধে কথা বার বার বলতে হয়। কারণ পাকিস্তানি, আলবদর, আল শামসের সমর্থকরা আজও বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিতর্কিত করতে চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। পরে মন্ত্রী পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত এক ইফতার মাহফিলে যোগদান করেন।

Spread the love