শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে রংপুর বিভাগের পৌর মেয়রদের দু’দিনব্যাপী কর্মশালা শুরু

বিপুল জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপন, স্থানীয় পর্যায়ে ঝুঁকি হ্রাস ও দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে দু’দিনব্যাপী এক কর্মশালা পঞ্চগড় পৌর অডিটোরিয়ামে শুরু হয়েছে।
ইউএনআইএসডিআর, মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
মঙ্গলবার সকালে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র আলহাজ্জ্ব আব্দুল বাতেন এই কর্মশালার উদ্¦োধন করেন।
পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় ম্যাবের সদস্য সচিব সিংড়া পৌরসভার মেয়র শামীম আল রাজী, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আব্দুল লতিফ খান প্রমুখ বক্তৃতা করেন।
কর্মশালায় রংপুর বিভাগের ২৭টি পৌরসভার পৌর মেয়রগণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

Spread the love