মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড় এক্সপ্রেস” ট্রেন এর যাত্রার উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন হুইপ ইকবালুর রহিম এমপির

সাহেব, দিনাজপুর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ২৫ মে শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে “পঞ্চগড় এক্সপ্রেস” ট্রেন এর যাত্রা শুরুর উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এক অভিনন্দন বার্তায় হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে পৌছে যাচ্ছে। দেশের মানুষ যেন শান্তিতে বসবাস ও চলাচল করতে পারে সেজন্য শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করছে। তাই পবিত্র ঈদ-উল ফিতরের পুর্বেই উত্তরবঙ্গবাসীর জন্য প্রধানমন্ত্রীর বৃহত্তম উপহার এই ট্রেনটি। উল্লেখ্য, দ্রুতগতির এই টেন ৫১৩ কিলোমিটার পারি দিবে মাত্র ১০ ঘন্টায়। এই ট্রেনটিতে সব মিলে প্রায় ১হাজার যাত্রী বহন করবে। পঞ্চগড় এক্সপ্রেস ৪ টি ষ্টেশনে যাত্রাবিরতি করবে। কমলাপুর হতে বিমানবন্দর, পার্বতীপুর, দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড়।

Spread the love