শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নানা অনিয়মে জেলাবাসী বিদ্যুৎ বৈষম্যের শিকার

সম্প্রতি পঞ্চগড় জেলায় সামান্য ঝড়-বৃষ্টি ও স্বাভাবিক পরিবেশেও বিদ্যুৎ না পেয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ বার বার যায়না, বরং আসে। রবিবার সকালে ৩ ঘন্টার ব্যবধানে ২ বার বিদ্যুৎ লাইন বন্ধ হয়। বিদ্যুৎ অফিস কতৃপক্ষ জানায়, লাইনের উপর কাক বসলে লাইন ফল্ট হয়ে বিদ্যুৎ সিস্টেম নিজেই বন্ধ হয়ে যায়। এমন হাজারো অজুহাতে সারাদিনে প্রায় ৪-৫ বার বিদ্যুৎ যাওয়া-আসা করায়   বৈষম্যের শিকার হচ্ছেন জেলাবাসী। জানা গেছে, পঞ্চগড় বিদ্যুৎ বিভাগের কাজের সুবিধার্থে জেলা শহরে বিদ্যুৎ পৌছাতে ৪ টি ফিডারে ভাগ করা হয়। এর মধ্যে টাউন-১ এ জেলা প্রশাসকের কার্যালয়ের পাশ থেকে এমআর কলেজ, ডোকরোপাড়া, মসজিদপাড়ার কিছু অংশ, রামের ডাংগা, মিঠাপুকুর, শিংপাড়া ও টাউন-২ তে রয়েছে, কায়েতপাড়া, ইসলামবাগ, রাজনগর, কামাতপাড়া, তুলারডাংগা ও পঞ্চগড় বাজার। এছাড়া ধাক্কামারা ফিডারে রয়েছে ঢেমশিমারী, ফুলতলাহাট, চা বোর্ড অফিস এলাকা ও ভজনপুর ফিডারে হিলিবোর্ড-বুড়াবুড়ি ইউনিয়ন, শুড়িভিটা ও ডুডুমারীর কিছু এলাকা। স্থানীয়দের অভিযোগ, নতুন বিদ্যুৎ লাইন নিতে গেলে খুটি থেকে বাড়ীর দূরে ও লাইন দেয়ার অনুমতি নেই এমন বাহানা দেখায় দায়িত্বরতরা। অথচ অফিসের মদদপুষ্ট কিছু লোকের মাধ্যমে বাড়তি টাকা গুনলে এমন হাজারো লাইন নেয়া কোন বিষয়ই নয় বলে জানান, ভূক্তভোগীরা। এ ছাড়াও বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিদ্যুৎ বাণিজ্যের কারনেই বিদ্যুৎ বিভ্রাট ঘটছে বলে জানায়, একটি সূত্র। তারা বাশের খুটি, গাছের খুটির মাধ্যমে ফাটা তারের লাইন দিয়ে অসম্ভবকে সম্ভবে রুপান্তর করে বাড়তি টাকা আদায় করছেন গ্রাহকদের কাছ থেকে। কন্ট্রোল রুম সূত্র জানায়, লাইনের উভয় পাশে অন্তত ২০ ফিট কোন গাছ-পালা রাখা নিষেধ। অথচ তারাই বাঁশ ও জীবন্ত গাছে ফাটা তারের লাইন দিচ্ছেন। অফিসিয়াল শক্ত খুটির জোরে কাগজ না হতেই বিদ্যুৎ লাইন নিয়ে সুবিধা ভোগ করে আসছে এমন লোকের সংখ্যা কম নয়। বিদ্যুৎ অফিসের অনিয়ম, গ্রাহক হয়রানী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পেয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের দানা ঘণিভূত হচ্ছে। এ ব্যাপারে পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: বেলাল উদ্দীন বলেন, বিদ্যুৎ লাইনে সমস্যা না থাকলে লাইন বন্ধ করা হয় না। বাশের খুটিতে ফাটা তারের লাইনগুলো আগেই দেয়া হয়েছে বলে জানান তিনি।

Spread the love