শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি : ভারত-বাংলাদেশের দুই স্থল বন্দরের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে আট দিনের ছুটিতে থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। তবে ঈদে ঘুরতে যাওয়া পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা।

শুক্রবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। আগামি শনিবার (১৭ আগষ্ট) বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

তিনি বলেন এ বিষয়ে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন, কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশনের মধ্যে পত্র বিনিময় করা হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্দা শুল্ক স্টেশন উভয় দেশের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে ৯ থেকে ১৬ আগষ্ট পর্যন্ত টানা আটদিন ছুটি থাকবে।

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মাহমুদ বলেন ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Spread the love