শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের অডিটোরিয়ামে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান আবদুল লতিফ বাচ্চু। শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিচালক সমিতির সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও চলচ্চিত্র প্রযোজক সমিতি, শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

গত ২৫ জানুয়ারি বিএফডিসিতে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১৮৩ ভোট পেয়ে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও ১৫৭ ভোট পেয়ে বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হন। দুজনই একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৬১ ভোট পেয়ে মনতাজুর রহমান আকবর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। উপ-মহাসচিব পদে শাহিন সুমন ১৪৫, কোষাধ্যক্ষ পদে মো. সালাউদ্দিন ১৭৬, সাংগঠনিক সচিব পদে কবিরুল ইসলাম রানা ১৪১, আন্তর্জাতিক তথ্য ও প্রযুক্তি সচিব পদে মোস্তাফিজুর রহমান মানিক ২৩০, সাংস্কৃতি ও ক্রীড়া সচিব পদে শাহীন কবির টুটুল ২০০, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব পদে মো. আনোয়ার সিরাজী ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে আবুল খায়ের বুলবুল ১৭১, আবদুস সামাদ খোকন ১৭১, আহমেদ ইলিয়াস ভূইয়া ১৭৫, এম. এ আউয়াল ১৭৭, সাঈদুর রহমান সাঈদ ১৪২, সোহানুর রহমান সোহান ২৪৪, ছটকু আহমেদ ২৪১, কমল সরকার ১৪১, নূর মোহাম্মদ মনি ১৯৭, মোস্তাফিজুর রহমান বাবু ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। এ নির্বাচনে মোট ভোটার ছিল ৩৬২ জন। এর মধ্যে ৩১৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু। চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে অংশ নেয় দুটি প্যানেল। এর মধ্যে একটি মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন আর অন্যটি বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী। এ ছাড়া মহাসচিব পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচালক সাফি উদ্দিন সাফি নির্বাচন করেন। মনতাজুর রহমান আকবর ও শাহ আলম কিরণ সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মহাসচিব পদে লড়েছেন তিনজন-বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন, বজলুর রাশেদ চৌধুরী ও সাফিউদ্দিন সাফি।

Spread the love