শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিতালুন্নেছা মজিব (বালিকা) অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে গতকাল শনিবার বিকেলে স্থানীয় পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

খেলায় (বালক) পলাশবাড়ী পৌরসভা একাদশকে ১-০ গোলে পরাজিত করে হোসেনপুর ইউনিয়ন পরিষদ একাদশ চ্যাম্পিয়ন এবং (বালিকা) পলাশবাড়ী উপজেলা ক্রীড়া সংস্থা একাদশকে ১-০ গোলে পরাজিত করে পলাশবাড়ী পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি সাবেক এমপি আলহাজ তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী রেজা মোস্তফা গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন ও  আ. লীগ নেতা নির্মল মিত্র প্রমূখ। 

শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করেন। 

Spread the love