শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলার উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি : “মেধাই সম্পদ-বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৮ উপলক্ষে মেলার উদ্বোধন করা হয়েছে।  আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

এসময় সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ মাহতাব হোসেন, একাডেমিক সুপারভাইজার হুমায়ন কবীর, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান ও এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় ১৮টি স্টল অংশগ্রহণ করছেন।  ২৮ ফেব্রুয়ারি উপস্থিত বক্তৃতা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত করা হবে।

Spread the love