শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

গাইবান্ধা প্রতিনিধি ॥ গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস, গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, মহিলা-ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিফন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, জাতীয়পার্টির সভাপতি রফিকুল ইসলাম বিএসসি, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জুলহাস উদ্দিন দুলু, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, আদর্শ কলেজের অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতো ও এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

Spread the love