শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ দফা দাবী আদায়ে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকরা কর্মবিরতি। পাথর উত্তোলন বন্ধ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকরা পাঁচ দফা দাবী আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে এই কর্মবিরতি শুরু করেছে। খনির ২৭৮ জন শ্রমিক কাজে যোগ না দেয়ায় খনির পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম জানান, খনির শ্রমিকরা দীর্ঘদিন থেকেই পাঁচ দফা বাস্তবায়নের দাবী জানিয়ে আসছিলো। রোববার তারা এই খনি কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। এরপরও তাদের দাবী না মানায় তারা সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।

শ্রমিকদের ৫ দফা দাবী মধ্যে রয়েছে-ছাটাইকৃত সকল শ্রমিককে পুনর্বহাল, বকেয়াসহ ২০ শতাংশ মহার্ঘভাতা প্রদান, ডিপ্লোমা শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া শুরু, দক্ষ শ্রমিকদের স্থায়ী নিয়োগ ও অন্যায়ভাবে কোন শ্রমিককে ছাটাই চলবে না।

শ্রমিকদের কর্মবিরতির ফলে মধ্যপাড়া কঠিন শিলা খনি কার্যতঃ অচল হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে খনির পাথর উত্তোলন কার্যক্রম।

Spread the love