মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ ম্যাচ পর পুলিশের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার অবশেষে আরামবাগের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে তারা। ম্যাচটি পুলিশ জিতেছে ২-১ ব্যবধানে।

পুলিশকে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে নেন জমির উদ্দিন। একক প্রচেষ্টায় ডি-বক্সের মধ্যে প্রবেশ করে গোল করেন এই ফরোয়ার্ড। ম্যাচের ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আইভরি কোস্টের মিডফিল্ডার ফেদেরিক পোডা। বাল্লো ফামোসার অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করলেও গোলের দেখা পাচ্ছিলো না আরামবাগ ক্রীড়া সংঘ। শেষ দিকে ৭২ মিনিটে আরামবাগের হয়ে একটি গোল শোধ করেন নিহাত জামান উচ্ছাস। সহযোগিতায় ছিলেন রক্ষণভাগের খেলোয়াড় নাজমুল আকন্দ। 

ম্যাচ জমিয়ে তোলার সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি আরামবাগ। ফলে লিগে নিজেদের নবম পরাজয় নিয়ে মাঠ ছাড়লো তারা। 

লিগে দশ ম্যাচে তিন জয়, তিন ড্র ও চার হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নাম্বারে আছে বাংলাদেশ পুলিশ এফসি। অন্যদিকে দশ ম্যাচে নয় হার ও এক ড্র তে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে আরামবাগ ক্রীড়া সংঘ।

Spread the love