মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের হামলায় পালিয়েছে ৪০ হাজার ভারতীয়

পাকিস্তান সেনাবাহিনীর  গুলিবর্ষণে প্রায় মানবশূণ্য হয়ে পড়েছে  পাকিস্তান সীমান্তবর্তী ভারতীয় ক্ষুদ্র গ্রামগুলো। এসব গ্রামের ৪০ হাজারেরও বেশি মানুষ  ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমস।
ওই খবরে বলা হয়েছে, পাকিস্তান নতুন করে গুলিবর্ষণ শুরু করার ফলে সীমান্তবর্তী গ্রামের মানুষের জীবনযাত্রা, কৃষিকাজ, ছেলেমেয়ের স্কুল সবকিছু হঠাৎ থেমে গেছে। গ্রামবাসীরা জানিয়েছে, তাদের কাছে মনে হচ্ছে তারা একটা যুদ্ধকবলিত এলাকায় আছেন। তাদের এ অঞ্চলে স্বয়ংক্রিয় মেশিনগানে গুলিবর্ষণ ও মর্টারের শব্দ শোনা যাচ্ছে। গ্রামগুলো একরকম ধ্বংস হয়ে গেছে।
দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের বিরোধ চলছে। সম্প্রতি পুঞ্চ এলাকায় ভারতীয় সেনাদের গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হন। এ ঘটনায় সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই শুক্রবার সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক গুলিবর্ষণ করে।
এতে এক বিএসএফ জওয়ানসহ তিন ভারতীয় নিহত এবং অন্তত ২৩ জন আহত হন। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে হুশিয়ারি দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেছেন, পাকিস্তান যদি সীমান্তে একটা গুলি ছোড়ে তাহলে তার জবাবে ১০টি গুলি চালানো হবে।
Spread the love