মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে বজ্রপাতে নিহত ২৭

পাকিস্তানের সিন্ধুপ্রদেশের মরুঅঞ্চলে প্রবল বজ্রপাতে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই।

শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

গালফ খবরের তথ্যানুযায়ী, বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সারা দিনই প্রদেশের থারপারকার জেলার মিঠি, চাচি, রাম সিং ষড় গ্রাম, ইসলামকোট, নাগারপারকার এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। এসময় বিভিন্ন এলাকায় বজ্রপাতের ফলে ২৭ জনের মৃত্যু হয়।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বুধবার রাত থেকে এখন পর্যন্ত বেশ কিছু গবাদি পশু ও অন্যান্য প্রাণীর মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ১৬ জনেরও বেশি আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ওই সব এলাকায় জরুরি অবস্থার ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া পরিস্থিতি সামাল দিতে সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সিন্ধুসহ দেশের নিম্নাঞ্চলের ওপর দিয়ে বর্তমানে পশ্চিমা বায়ুপ্রবাহ বয়ে যাচ্ছে। যা ভারী বৃষ্টিপাতের পেছনে অন্যতম কারণ।

সূত্র: গালফ নিউজ

Spread the love