শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান সীমান্তে ২৫ হাজার সেনা মোতায়েন করলো ভারত

ভারত-পাকিস্তান সেই ২০০৩ সাল থেকে পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। অঞ্চলটিতে ক্রমাগত অস্থিশীলতায় বিভিন্ন উগ্রপন্থীদের উত্থান ঘটছে বলে দাবি করা হচ্ছে।

দুই দেশের নজিরবিহীন উত্তেজনার মধ্যে পাকিস্তান সীমান্তে ২৫ হাজার নতুন সেনা মোতায়েন করেছে ভারত। সরকারি কর্মকর্তাদের বরাতে স্থানীয় পত্রিকাগুলোর খবরে এমন তথ্য পাওয়া গেছে।-খবর স্পুটনিকের

রাজস্থান ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে এসব সেনা মোতায়েন করা হয়েছে। গত ৩১ জুলাই ইসলামাবাদে ভারতীয় দূতকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন সেক্টরে ভারতীয় সেনাবাহিনী অস্ত্রবিরতির লঙ্ঘন করেছে বলে প্রতিবাদ জানানো হয়েছে।

গত ৩০ জুলাই সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর গোলাবিনিময়ে অন্তত তিন সেনা নিহত হয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে স্থানীয় এক তরুণের আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ওই হামলার দায় স্বীকার করেছে। ফেব্রুয়ারিতেই পাকিস্তানের বালাকোটের বাইরে বোমা হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী।

পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে এক পশলা আকাশযুদ্ধে এক ভারতীয় বিমান চালক পাকিস্তানে আটক হন। যদিও শান্তির নিদর্শন হিসেবে তাকে ফেরত পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Spread the love