মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাগলের সাক্ষাৎকার ॥ ও আমাদের দায়িত্ব করণীয়

বেলাল উদ্দিন, দিনাজপুর থেকে ॥ হুমায়ুন কবীরের নিকট মোকাররম পাবে ১ কোটি ৯০ লক্ষ টাকা। তবে এখন দিতে হবে না। উপস্থিত দিতে হবে নগদ ৫ টাকা মাত্র। অন্যদিকে পাগলের অত্যাচারে দেশ ছেড়ে দুবাই পালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ঘাসিপাড়ার হুসেন। আর প্রেমিকা নুর হাজানের ফাঁসি যেন না হয় তা নিয়ে উদ্বিগ্ন মডার্ণ মোড়ের রাশেদ। অন্যদিকে ছেটকুর ছাগল অন্য এক কুমারী ছাগলের সাথে প্রেম করছে এ নিয়ে খুবি চিন্তায় ছেটকু।। আর জবাইদুর আমাকে বার বার জিজ্ঞাস করে রেলগাড়ি কথায় ঘুমায়। কোন গাছে রেলের লাইন ধরে।

এই প্রশ্নকারীরা সবাই পাগল। আসলে তারা সবাই মতিভ্রম বিকারগ্রস্থ মানুষ। সমাজের যাদের আমরা পাগল বলি। এদের উদ্ভট আচরণের জন্য এদের সবাই পাগল বলে আখ্যায়িত করে। ছোট বেলা আমরা পাগল দেখলে ঢিল ছুড়তাম। পাগলের প্রতি সমাজের সব সময় অবহেলা ও নিষ্ঠুর আচরণ থেকে সমাজ এখনো পিছ পা হয়নি। বলতে গেলে সমাজের করুনা নিয়ে এই পাগলরা বেঁচে থাকে। এদের নিকট জীবন অধিকার বেঁচে থাকার গুরুত্ব কিংবা মৃত্যুর হতাশা কিছুই নেই। আর নেই কোন চাওয়া পাওয়া কিংবা আশা আকাঙ্খা কিংবা বাসনা কামনা। জীবন মৃত্যু যেন এদের নিকট সমান্তরাল। মৃত্যুর অনুভূতি কিংবা সৃষ্টির উল্লাস তাদের কাছে এতটুকুও নেই। প্রচন্ড শীত কিংবা গ্রষ্মের তাপ দহে এরা পথেঘাটে কোন বারান্দায় ঘুমিয়ে থাকে। কুকুরের সংঙ্গে ভাগাভাগি করে খাবার খায়। একএকটি পাগলের জীবন যেন এক একটা কাব্যের উপন্যাস। অনেক পাগলকে দিনাজপুরের মানুষ অনেকদিন মনে রাখে। যেমন ভুলিনি লিপি পাগলির নির্মম মৃত্যুর কথা। ভূষন পাগলের কথা ভূলতে পারিনি আর জব্বার পাগলের কথা মাঝে মধ্যেই আমরা গল্পে বলে থাকি। পাগলকে দেখে সবাই হাসি। কিন্তু এই পাগলরা যে মায়ের সন্তান তারা চির জীবন চোখের জ্বল নিয়ে বেঁচে থাকেন। সমাজ একটুকু সমানুভূমিশীল হলে অনেক পাগল আরোগ্য লাভ করতে পারে। পাগলের পূনর্বাসন কিংবা চিকিৎসার কথায় আমাদের সমাজ আগ্রহী নন। আর এই কারণে পাগল আশঙ্কাজনভাbalal 2বে দিনাজপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকদের মতে উপযুক্ত পরিচর্যা ও চিকিৎসা পেলে অনেকেই সুস্থ্য জীবনে ফিরে আসবে। বিকলাঙ্গ প্রতিবন্ধী ভবঘুরে ও ছিন্নমূল্যের পুনর্বাসন কেন্দ্র থাকলেও আমাদের দেশে পাগলের জন্য কোন পূনর্বাসন কেন্দ্র গড়ে উঠেনি। কোন বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও এদের সহযোগিতায় এগিয়ে আসেনি আর পাগলা গারদে সব পাগল স্থান পায়না। প্রশাসনের এই নিষ্ঠুর আচরণ আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। কত শত মেধা সম্পূর্ণ পাগল এদেশে রয়েছে যাদের চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। আমাদের চিন্তা চেতনায় স্থানদিতে হবে পাগলদের। তা না করলে এদের প্রভাবে একদিন পুরো দেশটাই পাগলে পরিণত হবে।

Spread the love