মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ৩দিন ব্যাপী মিনি ইস্তেমা

মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুর ঃ আজ শনিবার সকাল ১০টায় দেশ ও জাতির মঙ্গল কামনার মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুর ডিগ্রি কলেজ মাঠে তাবলিগ জামাতের আঞ্চলিক ইস্তেমায় লক্ষাধিক মুসল্লির আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনের মিনি ইস্তেমা শেষ হয়েছে। আখেরী মোনাজাতে ঈমামতি করেন তাবলিগ জামাতের প্রধান মুরব্বি মাওলানা মোঃ রবিউল ইসলাম। ইস্তেমায় মুসল্লীরা ছাড়াও আখেরী মোনাজাতে অংশ গ্রহনের জন্য সকাল থেকে দলে দলে মুসল্লি ইস্তেমা মাঠে আসতে শুরু করে। ফলে ইস্তেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় মুসল্লিরা প্যান্ডেলে জায়গা না পেয়ে পার্বতীপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গন, কলেজ রোড, নুরনগর সড়ক, কালিবাড়ী, নামাপাড়া ও আশপাশের ফাঁকা জায়গায় আখেরী মোনাজাতে শরীক হন। ইস্তেমায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম, পৌর মেয়র এ.জেড.এম মেনহাজুল, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম, জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম লুৎফর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও বিভিন্ন স্তরের মানুষ আখেরী মোনাজাতে অংশ গ্রহন করেন। আখেরী মোনাজাতে ঠাকুরগাওঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, দিনাজপুরসহ আশপাশের উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

Spread the love