শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

দিনাজপুর প্রতিনিধি : ডিজিটাল দেশ গড়তে ভাই, কারিগরি শিক্ষার বিকল্প নাই, কারিগরি শিক্ষা নিব, বেকার মুক্ত বাংলাদেশ গড়বো ও কারিগরি শিক্ষার উন্নতি, আর্থ সামাজিক মুক্তি এই প্রতিবাদ্য সামনে রেখে গতকাল রবিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১৪ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। র‌্যালীতে প্রায় ৬শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। র‌্যালী শেষে সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এক আলোচনা অনুষ্টিত হয়। পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রগ্রাম সদস্য সচিব পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজের অধ্যক্ষ কাজী কাহফুল ওয়ারা সালামী ওরফে লিখন, পার্বতীপুর কারিগরি বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তাফা, উত্তরের আলো কম্পিউটার প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক মোস্তাকিম সরকার, মৌ কম্পিউটারের লায়লা মনজের। এছাড়াও আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ. রাজ্জাক, খোলাহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, বঙ্গবন্ধু হাই স্কুলের প্রধান শিক্ষক মোকতারুল আলম।

Spread the love