বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে গ্রেফতার হয়ে কর্মি থেকে সভাপতি হলেন

একরামুল হক বেলাল,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে গিয়ে কাউন্সিলে বিএনপি নেতা নির্বাচিত হওয়ার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে৷

জানা যায়, গত রোববার রাত ৮টার দিকে পার্বতীপুর বাসটার্মিনাল এলাকা থেকে পার্বতীপুর মডেল থানা পুলিশ আবু বক্কর সিদ্দিক বাবলু (৪৫) কে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করে৷ তিনি উপজেলার রামপুর ইউনিয়নের দরিখামার গ্রামের মৃত আঃ রহমানের পুত্র৷ এদিকে আসন্ন রামপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল উপলক্ষে ব্যাপক লবিং গ্রুপিং চলছিল৷ আজ সোমবার দুপুরে পার্বতীপুর পৌর অডিটরিয়ামে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়৷ কাউন্সিলের আগের রাতে পুলিশের হাতে গ্রেফতার হওয়া আবু বক্কর সিদ্দিক বাবলু কে বিপুল সমর্থন দিয়ে রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত করেন নেতাকর্মীরা৷

এছাড়াও কাউন্সিলে তালেবুল ইসলাম কে সাধারন সম্পাদক ও মাহাবুবুল আলম দুলাল কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়৷ কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ, েজড,এম, েরজওয়ানুল হক৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এমএ খালেক, অহিদুল হক সরদার, সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, প্রচার সম্পাদক সালেহ আহমেদ মঞ্জু, সহদপ্তর সম্পাদক ও শ্রমিকদলের আহবায়ক মনজুরুল আলম, কৃষকদলের সভাপতি আকতদার হোসেন, যুবদলের সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, ছাত্রদলের সভাপতি জোবায়ের হোসেন বাবু, বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান আমিনুল হক, মহিলা দলের সভাপতি মরিয়ম পারভীন, সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন সাহি প্রমুখ৷

 

Spread the love