বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরে চেয়ারম্যান মা্সুদ শাহ্ গোল্ড কাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ও সংবর্ধনা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি : অন্যকে ভালো হওয়ার পরামর্শ না দিয়ে প্রথমে নিজেকেই ভালো হতে হবে,তবেই সম্ভব সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। ফুটবলের পাশাপাশি হারিয়ে যাওয়া সব খেলা গুলোকে বারো মাসে খেলার আয়োজন করে মাদক মুক্ত দেশ গড়তে হবে এতে সহায়তা দেবে বর্তমান সরকার, কথাগুলো বলেছেন মাসুদুর রহমান শাহ্ গোল্ড কাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ি কমিটি। পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের দলাইকোটা উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো উৎসব মুখর অনুষ্ঠানে গত বুধবার ফুটবল ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ রবিউল ইসলাম শাহ্ গোলাপ অধ্যক্ষ নীলফামারী মেডিকেল কলেজ,আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর, মোঃ আমিরুল মোমিনিন (মমিন)উপজেলা ভাইস চেয়ারম্যান,মোছাঃ রোকসানা বারী রুকু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,কুশদহ ইউনিয়ন চেয়ারম্যান সায়েম সবুজ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শাহাবুদ্দিন শাহ্ সভাপতি ১০নং হরিরামপুর আওয়ামিলীগ। প্রধান পৃষ্ঠপাষকতায় মোঃ মাসুদুর রহমান শাহ্ চেয়ারম্যান ১০নং হরিরামপুর ইউনিয়ন ও মোঃ আকতারুল আলম শাহ্ মনা নিয়ন্ত্রক পারফেট্রি ভ্যান মেলে বাংলাদেশ প্রাঃলিমিটেড।খেলা পরিচালনা করেন স্বনাম ধন্য রেফারি কামরুল হাসান কামরু। ফাইনাল টুর্নামেন্টে নবাবগন্জের দাউদপুর ‍ফুটবল একাডেমি বিরামপুর বন্ধু একাদশকে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গেীরব অর্জন করে।  হাজারো দর্শক নারী পুরুষের উপস্থিতিতে প্রধান অতিথি সাবেক প্রাগ মন্ত্রী অভিভূত হয়ে আয়োজক মাসুদুর রহমান চেয়ারম্যানকে এমন আয়োজন করার জন্য সাধুবাদ জ্ঞাপন করেন। পরে সংবর্ধনা শেষে উভয় দলের হাতে পুরুষ্কার বিতরন করেন।

Spread the love