শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

দিনাজপুর প্রতিনিধি ॥ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো দিনাজপুরের পার্বতীপুরেও তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলা চলবে শনিবার (১৩ জানুয়ারি) পর্যন্ত।
বৃহস্পতিবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন। এর আগে মেলা উপলক্ষে পার্বতীপুর উপজেলা প্রশাসন কার্যালয় থেকে তৃতীয় জাতীয় উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণ কেন্দ্রীয় বাসটার্মিনাল গিয়ে শেষে হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক রেজাউল করিম, সাবেক পৌর চেয়ারম্যান এমএ ওহাব সরকার, যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২এর পার্বতীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মজিবুল রহমান, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান, পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন করিব, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন এনজিও গুলোর প্রতিনিধিগন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় ৪২টি স্টল রয়েছে। ৩০ টি প্রতিষ্ঠান দিচ্ছে সরাসরি সেবা। মেলায় স্থানীয় ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।

Spread the love