বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে তিলাই নদীতে ফুটব্রিজ নির্মাণ না করায় কৃষকদের দূর্ভোগ

মোঃ রুকুনুজ্জামান বাবুল পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ

পার্বতীপুর সরকারপাড়ার পশ্চিমে তিলাই নদীর উপর ফুটব্রীজ নির্মাণের অভাবে নদীর দুই পার্শ্বে গ্রামের কৃষকরা হাজার হাজার একর জমিতে ধান চাষাবাদের সুফল পাচ্ছে না। এই নদীতে দুই বছর পূর্বে স্লুইচ গেট নির্মাণ হওয়ায় নদীর দু পার্শ্বের ৭/৮ গ্রামের কয়েক হাজার কৃষকেরা জমিতে চাষাবাদের ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করছে। নদীতে সব সময় পানি থাকায় নদীর পারাপারে ৫/৬ কিলোমিটার পথ কৃষকদের ঘুরে যেতে হয়। সে জন্য নদীর উপর ফুট ব্রীজ নির্মাণ করলে কৃষকদের যাতায়াতে সুবিধা হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আত্মসামাজিক উন্নয়নের বিকাশ ঘটবে।

Spread the love