শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরে দিনব্যাপী স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ফোরামের কর্মশালা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের পার্বতীপুরে জলবায়ু সহনশীল সহিষ্ণু কৃষি প্রকল্পের আওতায় প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর আয়োজনে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ফোরাম রিভিউ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অফিস কনফারেন্স রুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন কবির। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা রেবেকা সুলতানা, প্রাণি সম্পদ সার্জন ডাঃ আসাদুজ্জামান ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ মার্কেট ডেভেলমেন্ট ফিল্ড ফ্যাসিলেটর রাকিবউজ্জামান সুজন প্রমুখ। রিভিউ কর্মশালায় গবাদিপশু উৎপাদক, হাস-মুরগি খামারী, হাস-মুরগি ব্যবসায়ী, উপকারভোগিরা ও উপজেলার দরিদ্র কৃষক অংশ গ্রহণ করে।

Spread the love