শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরে দু’নারীর সংঘর্ষে একজন নিহত ॥ অপর নারী আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই নারীর সংঘর্ষে নিহত হয়েছে নুর বানূ (৩০) নামের এক গৃহবধু। বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের কুসুলপুর গ্রামে এ ঘটনা  ঘটে। পুলিশ এই ঘটনায় সৈয়দা বেগম (৩৫)কে গ্রেফতার করেছে।

জানাযায়, আব্দুল হান্নানের বসত বাড়ীতে লাগানো গাছের ডাল প্রতিবেশী আবু তালেবের বাড়ীর আকাশ সীমা লংঘন করে সমস্যার সৃষ্টি করছিল। কয়েক দফা বলার পরেও গাছের ডাল কাটছিল না আব্দুল হান্নান। বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে আবু তালেব ওই ডাল কাটতে গাছে ওঠে। এ সময় আবু তালেবের স্ত্রী নুর বানু ও আব্দুল হান্নানের স্ত্রী সৈয়দা বেগমের মধ্যে ঝগড়া বেঁধে যায়।  সৈয়দা ও তার মেয়ে লিপি খাতুন নুর বানুকে মারধর করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশংকাজনক অবস্থায় তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান জানান, নুরবানু হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্বামী আবু তালেব থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ এই ঘটনায় সৈয়দা বেগমকে গ্রেফতার করা হয়েছে।

Spread the love