শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে রেলের টিকিট কালোবাজারে : গ্রেফতার ১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে দীর্ঘ দিন ধরে কতিপয় ব্যক্তির কালো বাজরে টিকিট বিক্রি করে আসছে। এরকম একটি সুনিদির্ষ্ট অভিযোগের ভিত্তিতে রেল পুলিশ শফিকুল ইসলাম (৪০) নামে টিকিট বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিকে আজ শনিবার দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে আদালতের মাধ্যমে। মামলা সুত্রে জানা যায় পার্বতীপুর বীর উত্তম শহিদ মাহমুব সেনানিবাসে কর্মরত সৈনিক মোঃ লিটন মিয়া গতকাল শনিবার পার্বতীপুর থেকে দর্শনা হল্টে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য রেল স্টেশনে আসেন। তিনি বুকিং কাউন্টারে মোঃ আজাদের কাছে সন্ধ্যে সাতটায় একখানা টিকিট চাইলে তাকে টিকিট নেই বলে জানানো হয়। পরে টিকিট বিক্রিতা কালোবাজারী শফিকুল ইসলাম সাতটা ৩৫ মিনিটে কাউন্টার থেকে একখানা টিকিট নিয়ে তার কাছে ৮৫ টাকা অতিরিক্ত নিয়ে ৪০০ টাকা সৈনিক লিটন মিয়ার কাছে বিক্রি করেন। গ্রেফতার শফিকুল ইসলামের বাবার নাম আব্দুল বাকী, বাড়ী রেলওয়ে বাবুপাড়া কলোনী। শফিকুলের বিরুদ্ধে রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে বলে অফিসার ইনচার্জ (অসি) মোঃ এমদাদুল হক জানান।

Spread the love