বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পায়ে হেঁটে টেকনাফের পথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাইফুল

দশরথ রায় বাবুল, ষ্টাফ রিপোর্টার ॥ “ব্যক্তি স্বার্থকে ভুলে যান, প্রশ্নপত্র ফাঁস ও ছেলে ধরা গুজবের বিরুদ্ধে রুখে দাড়ান” এই শ্লোগান বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশ্যে পায়ে হেঁটে হাতে মাইক ও বিভিন্ন প্রচারমুলক ব্যানার নিয়ে গত রবিবার রওনা হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ সাইফুল ইসলাম শান্তি। প্রকাশ্যে রিফাত হত্যা, প্রশ্নপত্র ফাঁস ও ছেলে ধরা গুজবের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে জনসচেতনতাই তার মূল উদ্দেশ্য। ২৪ জুলাই (বুধবার) সকাল ১০ টায় সাইফুল দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বিজয় চত্বরে জনসচেতনতার লক্ষ্যে বক্তব্য রাখেন। এরপর বীরগঞ্জ প্রতিদিন অনলাইন পত্রিকা অফিসে বীরগঞ্জ প্রতিদিন অনলাইন পএিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক,বীগঞ্জের মানব প্রেমী সোহেল সহ বিভিন্ন সাংবাদিকদের সাথে মতবিনিময় করে কক্সবাজার জেলার টেকনাফে উদ্দেশ্যে রওনা হয়। সাইফুল পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার গ্রামের আব্দুল মতিনের ছেলে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র। সে ২০১৫ সাল থেকে বিভিন্ন ভাবে সামাজিক কাজ করে আসছে। সাইফুল জানায়, বরগুনায় প্রকাশ্যে রিফাত হত্যা আমার হৃদয়ে নাড়া দিয়েছে, জাতিকে মেধা শূণ্য করার জন্য প্রশ্ন ফাঁসই যথেষ্ট অথচ প্রশ্নফাঁস বন্ধ হচ্ছেনা। আমি সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাচ্ছি। এছাড়াও বর্তমান দেশে ছেলে ধরা গুজব চলছে এবিষয়েও আমি সচেতনতা মূলক কথা বলে যাবো। এদিকে সাইফুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনরা।

Spread the love