বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৭০ ঘর ক্ষতিগ্রস্ত : ত্রাণ বিতরণ

বিষ্নু পদ রায় : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভোমরাদহ ইউনিয়নের জসাইপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের লোকজন সর্বস্য হারিয়ে এখন খোলা আকাশের নিচে রয়েছে। আগুনের ওইসব পরিবারের ৭০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার সকালে স্থানীয় উপজেলার প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে মনে করছেন তারা।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত ঠিক কোথা থেকে হয়েছে তা নিশ্চত করতে পারে নি কেউ। আগুনের সূত্রপাতে মুহূর্তের মধ্যে আগুন পাশের ৭০টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঠাকুরগাঁও ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কাইয়ুম জানান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পীরগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেছেন।

Spread the love