শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে কৃষি প্রযুক্তি প্রদর্শনী

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাও জেলার পীরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ইএনএএলইউএলডি-এসএলএস প্রকল্প আয়োজনে সোমবার উপজেলার উত্তর মালঞ্চা গ্রামে হিমালয়ের পাদদেশীয় এলাকার ভূমি অবক্ষয় মোকাবেলায় টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি প্রদর্শনী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসার এসএম গোলাম সারওয়ারের সভাপত্বিতে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অমল কুমার রায়, পীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আবু বকর সিদ্দিক, সমবায় কর্মকর্তা আহম্মদ হোসেন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার ওয়ালিউর রহামান ওলি, কৃষক তিলোত্তমা রানী প্রমূখ।

এর আগে উপজেলার তিনটি ইউনিয়নে ৭ জন জন প্রতিনিধি, ৩জন কলেজ শিক্ষক, ৩জন স্কুল শিক্ষক, ২ জন এনজিও প্রতিনিধি ও ৫ জন কর্মকর্তা নিয়ে গঠিত একটি টীম কৃষক পর্যায়ে সেচের জন্য রাবার ডেমে মাধ্যমে ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ করে সেচ প্রদান, ভুট্টার জমিতে সাথী ফসল হিসেবে ঝিঙ্গা চাষ, কৃষক হাবিবুর রহমানের পারিবারিক দুগ্ধ খামার থেকে দুধ ও কেঁচো কম্পোস্ট সার তৈরি, জৈব সার ও বায়ো গ্যাস প্লান্ট এবং বায়ো সোলারী উৎপাদন, উত্তর মালঞ্চা গ্রামে উৎপাদিত নিরাপদ সবজি ও ফল চাষ, আমন ধানের দৈত্য রোপন পদ্ধতি, জৈব বালাইনাশক হিসেবে গো-চনার ব্যবহার, সৈয়দপুর ইউনিয়নে কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র, কৃষক মাঠ স্কুল, কোষানীগঞ্জ ইউনিয়নে মালঞ্চা গ্রামে ভার্মি কম্পোষ্ট সার ও উন্নতমানের বীজ উৎপাদন সংরক্ষণ ও বিপণনসহ কৃষি বিষয়ক বিভিন্ন স্পট পরিদর্শন করে।

Spread the love